বরিশালে জেল হত্যা দিবস পালিত
নভেম্বর ০৩ ২০২২, ১৮:৫১
নিজস্ব প্রতিবেদক ॥ পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালে পালিত হয়েছে জেল হত্যা দিবস। বুধবার সকালে নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।