কৃষিতে বিপ্লব: কৃষকরা হয়েছে কৌশলী ও উদ্যামি

ফেব্রুয়ারি ০৪ ২০২৩, ০১:৪৮

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর উপক‚লীয় উপজেলা কলাপাড়ায় প্রায় ১৫ হাজার মেট্রিক টন ধানের উৎপাদন বেড়েছে। কৃষকরা উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ বাড়িয়ে কৃষক ধানের ফলন বৃদ্ধি করেছে।

উফশীর আবাদ বেড়েছে ৩৫ হাজার একর জমিতে। কৃষকরা উদ্যমী হয়ে প্রশিক্ষিতভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে এ অঞ্চলে খাদ্য উৎপাদনের অগ্রগতি ধরে রেখেছেন।

জানা গেছে, কলাপাড়ায় ২০০৮ সালে আমন ধানের উৎপাদন ছিল এক লাখ চার হাজার ৭২০ মেট্রিক টন। সেখানে ২০২২ সালে ধানের ফলন হয়েছে এক লাখ ১৯,৫৫০ মেট্রিক টন। উফশী জাতের ধানের আবাদ ২০০৮ সালে হয়েছে ২০,৩০৩ একর জমিতে।

সেখানে ২০২২ সালে উফশি জাতের ধানের আবাদ হয়েছে ৫৫,৫৭৫ একর জমিতে। স্থাণীয় কৃষক দেলোয়ার বলেছেন, এ জনপদে কৃষি উৎপাদন কমেনি।

ধানসহ সবজির আবাদ বেড়েছে। দ্বিগুন বেড়েছে উচ্চ ফলনশিল জাতের ধানের আবাদ। কৃষকরা আধুনিক পদ্ধতির চাষাবাদে ঝুকেছেন। এক ফসলী কৃষি জমি পরিণত করেছে দুই-তিন ফসলী জমিতে।

কৃষকরা উদ্যামি এবং কৌশলী হয়েছে। সারাবছর ফসল উৎপাদন করছেন কৃষকরা। উপকূলীয় অঞ্চলের একাধিক চাষী জানিয়েছেন, এ বছর আট বিঘা জমির সবটায় উফশি জাতের বিআর-১১ ধানের আবাদ করেছেন তারা। এতে তারা কমপক্ষে এক শ’ মণ ফলন পেয়েছেন।

গত বছর আমন ছাড়াও ছয় বিঘা জমিতে হাইব্রিডের আবাদ করে এক শ’ মণ ধান পেয়েছেন। এবছরও করছেন ধানের পাশাপাশি জমিতে সবজির আবাদ করেছেন।

পটুয়াখালী কৃষি অফিস থেকে জানানো হয়েছে, ২০০৮ সালে কলাপাড়া উপজেলায় উফশি জাতের ধানের আবাদ হয়েছিল ২০,৩০৩ একর জমিতে।

ফলন হয় ২৮,৭৭০ মেট্রিক টন। আর ২০১৩-২০১৪ সালে উফশি ধানের আবাদ হয় ৪৬,৫৫৯ একর জমিতে। ফলন হয় ৭৫,৪০০ মেট্রিক টন। এখন ২০২১-২০২২ অর্থবছরে আবাদ হয়েছে উফশি জাতের ৫৫,৫৭৫ একর জমিতে। ফলন হয়েছে ৯৬,৭৫০ মেট্রিক টন।

ফলন বেড়েছে অন্তত সাড়ে ১৫ হাজার মেট্রিক টন। পটুয়াখালী বিএডিসি কর্মকর্তা সোহেল রানা জানিয়েছেন, কৃষকদের উন্নতমানের বীজ ব্যবহারে উদ্বুগ্ধ করলে এবং সঠিক হারে সার ব্যবহারে সচেতন করলে কৃষিতে ফলন বেশি পাওয়া যাবে।

সরকার কৃষকদের বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে কৃষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। আশা করা যাচ্ছে সামনের মৌশুমে আরও বেশি ফলন পাওয়া যাবে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও