বরিশালে নগর জুড়ে বিএনপির লিফলেট বিতরন

ফেব্রুয়ারি ০১ ২০২৩, ১৫:৩২

নিজস্ব প্রতিবেদক ‍॥ আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে। বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানো সহ ১০ দফা দাবী আদায়ের দাবীতে আগামী ৪ ফেব্রয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ গ্রহন ও সফল করার প্রচার-প্রচারনার অংশ হিসেবে নগরীর বিভিন্নস্থানে লিফলেট বিতরন করেছে মহানগর বিএনপি ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় মহানগর বিএনপির আয়োজনে নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয় থেকে লিফলেট বিতরন করা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, মহানগর বিএিনপি সিনিয়র সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক এ্যাড. শাহ্ আমিনুল ইসলাম অমিন, মহানগর সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মসিউর রহমান মঞ্জু সহ মহানগর বিএনপি সকল সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপর দিকে মহানগর বিএনপি নেতৃবৃন্দের নির্দেশক্রমে নগরীর ত্রিশটি ওয়ার্ডের নেতা কর্মীরা প্রচার-প্রচারনা ও লিফলেট বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও