পিরোজপুরে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১১ ডেঙ্গু রোগী

নভেম্বর ০৩ ২০২২, ১৩:২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে বেড়েই চলেছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত জেলায় ৩২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯৩ জন।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা একটু বেশি।

তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন বিভিন্ন উপজেলার চিকিৎসকরা। হঠাৎ রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, যেসব উপজেলায় জেলার বাইরে থেকে লোক আসে সেসব এলাকায় সংক্রমণের মাত্রা বেশি।

বিশেষ করে আক্রান্ত রোগীদের অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নেছারাবাদ উপজেলায় এ সংখ্যা সবচেয়ে বেশি।

রোগীর সংখ্যা বাড়ায় এরই মধ্যে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে বলেও জানান তিনি।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

এক্সক্লুসিভ আরও