ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জানুয়ারি ৩০ ২০২৩, ১৪:৫৫

অনলাইন ডেস্ক :: খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জামিরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন ফুলতলা উপজেলার আব্দুল ওহাব ফকিরের ছেলে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার সকালে মিলন ফকির জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গুলি ছুড়ে। মিলন দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে তাকে আবারও গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সুশান্ত সরকার আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও