বিএনপির গণসমাবেশ: বরিশাল পৌঁছতে শুরু করেছেন নেতাকর্মীরা
নভেম্বর ০৩ ২০২২, ১১:২৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী ৫ নভেম্বর গণসমাবেশে যোগ দিতে দূরবর্তী জেলাগুলো থেকে বরিশালে পৌঁছতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বুধবার পৌঁছানো নেতাকর্মীরা আত্মীয়স্বজনসহ সুবিধাজনক স্থানে থাকছেন। ৪ ও ৫ নভেম্বর ছোট-বড় সব ধরনের পরিবহন ধর্মঘট এবং পথে বাধার সম্মুখীন হতে পারার আশঙ্কা রয়েছে তাদের।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন, লিফলেট বিতরণ করতে গিয়েও বাধার মুখে পড়ছেন তারা। বিভাগীয় গণসমাবেশ ঘিরে বরিশালের ছয় জেলা এবং ৪২ উপজেলায় বিএনপির কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। চলছে সমাবেশে যোগদানের প্রস্তুতি, বাধা উপেক্ষা করার কৌশল নির্ধারণ।
দিনরাত নেতাকর্মীরা প্রচার ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়েছেন- লঞ্চ, বাস ও অন্যান্য গণপরিবহন বন্ধ হয়ে গেলেও বিকল্প ব্যবস্থা রেখে প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
এমনকি অনেক জেলা-উপজেলা থেকে দু-তিন দিন আগেই নগরের আশপাশের এলাকায় ও পাশের জেলা, উপজেলায় গিয়ে অবস্থান নিতে পারেন-এমন কৌশলও আছে। ইতোমধ্যে দূরবর্তী জেলার নেতারা বরিশালে আসতে শুরু করেছেন।
এদিকে বুধবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, ভোলার চরফ্যাশন, বানারীপাড়া, বাকেরগঞ্জ, আগৈলঝাড়া-গৌরনদীসহ বিভাগের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের সময় হামলা করা হচ্ছে। কোনো নেতাকর্মী তাদের বাসাবাড়ীতে থাকতে পারছেন না।
বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, সব বাধাবিপত্তি উপেক্ষা করে সমাবেশ সফল করতে বরিশাল বিভাগের নেতাকর্মীরা এখন প্রস্তুত।
দূরবর্তী জেলার অনেক নেতাকর্মী ইতোমধ্যে বরিশালে আসা শুরু করেছেন। গণসমাবেশকে ঘিরে যে আগ্রহের সৃষ্টি হয়েছে, তাতে করে তারা কেউ-ই এলাকায় থাকবেন না; পায়ে হেঁটে বা নদী সাঁতরিয়ে হলেও তারা গণসমাবেশে আসবেন।
গতকাল বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে গণসমাবেশ সফল করতে গঠিত টিম সংবাদ সম্মেলন করেছে। এতে লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর হামলায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
সরকারি দল ও প্রশাসনের দমন-নীপিড়নে গৌরনদী ও আগৈলঝাড়ায় কোনো নেতাকর্মী বাড়িতে বসবাস করতে পারছেন না। শাসক দলের নির্যাতন এতটা বৃদ্ধি পেয়েছে যে, বেশিরভাগ নেতাকর্মী বর্তমানে এলাকার বাইরে বসবাস করছেন।
প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের মোড়ে মোড়ে চৌকি বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমাদের পিরোজপুর প্রতিনিধি জানান, বুধবার সংবাদ সম্মেলন জেলা বিএনপির। এতে গণসমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘আমরা সব বাধাবিপত্তি অতিক্রম করে পিরোজপুর জেলা থেকে ১৫ হাজারের বেশি লোক নিয়ে বিভাগীয় সমাবেশে উপস্থিত হতে চাই।
এ সময় পথে নেতাকর্মীদের বাধা দিয়ে বিশৃঙ্খলা না করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। পাশাপাশি পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুরোধ জানায় জেলা বিএনপির আহ্বায়ক।
আ/ মাহাদী