রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব-জঙ্গিদের গোলাগুলি, আটক ২

জানুয়ারি ২৩ ২০২৩, ০৯:৪৯

অনলাইন ডেস্ক :: কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা শিবিরে র‍্যাব ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে দেশি-বিদেশি অস্ত্রসহ ২ জঙ্গি সদস্যকে আটক করে র‍্যাব।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও