কুয়াকাটার উন্নয়নে ১শ’ ৩৮ কোটি টাকার মহাপরিকল্পনা

জানুয়ারি ২০ ২০২৩, ১৪:০০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের সর্বদক্ষিণে বঙ্গপোসাগরের কোল ঘেষে গড়ে ওঠা সাগরকন্যা কুয়াকাটাকে ঢেলে সাজাতে পরিকল্পনানুযায়ী কাজ করছে সরকার। জলবায়ূ পরিবর্তনের সাথে সমন্বয় রেখে বাঁধ নির্মাণ, পর্যটক বান্ধব ব্লক প্রটেকশনসহ কুয়াকাটার ৩৮ কিলোমিটার এলাকাজুড়েই এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০১৭ সালের জুলাই মাসে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ২৪ ফিট উচ্চতায় (স্লোপ প্রটেকশন) রক্ষাবাঁধ নির্মাণের কার্যক্রম শুরু করে পানিউন্নয়ন বিভাগ। যা চলতি বছরের জুন মাসেই বাস্তবায়নের মধ্য দিয়ে সম্পূর্ণ করতে দ্রুততার সাথে এগিয়ে চলছে নির্মাণ কাজ।

পানি উন্নয়ন বিভাগের তথ্যানুযায়ী, ৩৮কিলোমিটার বাঁধ নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নে চলমান কাজ প্রায় শেষের দিকে। এর মধ্যে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে খাজুরা পয়েন্ট পর্যন্ত অন্তত ৫ কিলোমিটার ব্লক প্রটেকশন দ্বারা নির্মাণ করা হচ্ছে।

জানা যায়, সৈকতের ওই এলাকায় সমুদ্রের তীব্র ঢেউ আছড়ে পড়ায় ব্লক প্রটেশন দেয়া হচ্ছে। এছাড়া বাকি বেড়িবাঁধ পরিকল্পনানুযায়ী সাড়ে ২৪ ফিট উচ্চতা এবং ১৯ ফিট প্রস্থ করে নির্মাণ কাজ চলমান রয়েছে। যা ইতোমধ্যে ৮৪ ভাগ কাজ শেষের পথে।

কলাপাড়া পানিউন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে কুয়াকাটায় ৩৮ কিলোমিটার বাঁধ নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে জিরো পয়েন্ট থেকে খাজুরা পয়েন্টে ৫ কিলোমিটার পর্যটক বান্ধব ব্লক প্রটেকশন করা হচ্ছে।

আর এই ব্লক প্রটেকশন এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেখানে পর্যটকরা বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। এছাড়া ৩৩ কিলোমিটার এলাকা মাটি দিয়ে নির্মিত হবে।

প্রকৌশলী আরিফ হোসেন বলেন, কুয়াকাটা সমুদ্রপাড় রক্ষায় ১২ শত কোটি টাকার বাস্তাবায়ন প্রকল্প সাবমিট করা হলে ৯ শত কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ১৩৮ কোটি টাকার চলমান বাঁধ রক্ষা প্রকল্প চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও