বিরোধী দলের কোনো কাজে বাধা দেয় না সরকার : আসাদুজ্জামান
জানুয়ারি ১৯ ২০২৩, ১৫:৩৬
অনলাইন ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় না সরকার। তারা যখনই সমাবেশ করতে যাচ্ছেন অনুমতি পাচ্ছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মুল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে, রাস্তাঘাট বন্ধ করবেন না। ভাঙচুর করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক কর্মসূচি সেগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন। যাতে জনগণের দুর্ভোগ না হয়। এটাই আমরা বলি। এর বাইরে তাদের আমরা কোনো বাধা দিচ্ছি না।
সরকার বিরোধী শক্তি ইচ্ছেমতো মিথ্যাচার করছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ইচ্ছেমতো প্রোপাগান্ডা করছেন। যা সত্যি তাও বলছেন, যা সত্যি নয় তাতে রং ঢং মিশিয়ে বলেছেন। অসত্য এভাবে প্রচার করছেন সেগুলো আপনারা ভালো করে জানেন।
আমার বরিশাল/আরএইচ









































