মো. বেলাল হোসেন মিলন,বরগুনা ॥ বরগুনার আমতলী-তালতলী সড়কের তারিকাটা থেকে কটুপাত্রা তিন কিলোমিটার সড়ক ঠিকাদার মো. সগির হোসেন নিম্নমানের (পঁচা) ইটের খোয়া দিয়ে নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা এমন অভিযোগ করেন। দ্রুত নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ বন্ধ করে ভালো মানের ইটের খোয়া দিয়ে সড়ক নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
বরগুনায় নিম্নমানের ইটের খোয়ায় সড়ক নির্মাণ
জানুয়ারি ১৩ ২০২৩, ১৯:৪৩
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কে ২০-২৫ জন শ্রমিক কাজ করছেন। তারা পুরাতন ও নিম্নমানের পঁচা ইটের খোয়া সড়কে বিছিয়ে দিচ্ছে এবং রোলার মেশিন তা চাপাচ্ছে।
তারিকাটা এলাকার মোতালেব মিয়া, নশা হাওলাদার, মোশাররফ হোসেন, কবির উদ্দিন ও শহীদুল ইসলাম বলেন, ঠিকাদার পুরাতন ইটের খোয়া দিয়ে কাজ করছে। নিষেধ করেও কাজ বন্ধ করেনি। আমতলী প্রকৌশলীকে জানিয়েছি তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ঠিকাদার যেমন ইটের খোয়া দিয়ে কাজ করতে দিয়েছেন আমরা সেই ইটের খোয়া দিয়ে কাজ করছি। এখানে আমাদের দোষের কি? ঠিকাদারের লোকজন কাজ তদারকি করছে তাদের কাছে জিজ্ঞেস করেন।
বরগুনা ঠিকাদার মো. সগির হোসেনের সহযোগী মো. জসিম উদ্দিন বলেন, কিছু পঁচা খোয়া থাকতে পারে। তবে সড়কের সব ইটের খোয়া পঁচা নয়।
ঠিকাদার মো. সগির হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। আমতলী স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো. সামসুদ্দিন বলেন, নিম্নমানের ইটের খোয়া নিয়ে কাজ করতে পারবে না। যদি করে থাকে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই দিনেও তিনি কাজ পরিদর্শনে যাননি।
আমতলী উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় সরকার অধিদফতর এলজিইডি বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি বলেন, নিম্নমানের ইটের খোয়া দিয়ে সড়ক নির্মাণের খবর পেয়ে কাজ বন্ধ করে দিয়েছি।ভালো মানের ইটের খোয়া ছাড়া ওই সড়কের কাজ করা হবে না।








































