বরিশালে নির্মাণ হচ্ছে ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবন’
নভেম্বর ০২ ২০২২, ১৫:৫৯
সংশ্লিস্ট সূত্র জানায়, জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা ও মহানগর শাখার প্রত্যাশা অনুযায়ী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্’র ঐকান্তিক প্রচেষ্টা ও নিজস্ব উদ্যোগেই এ ইমাম ভবনটি নির্মাণ করা হচ্ছে।
বরিশাল নগরীর বান্ধ রোড কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ৫ তলা বিশিষ্ট ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবন’ নির্মণধিীন প্রকল্পটির ফাউন্ডেশন’র কাজ প্রায় শেষ। আগামী এক মাসের মধ্যে ১ম তলা সম্পন্ন করা হবে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পটি সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্’র অনুরোধে একটি বেসরকারী ওষুধ কোম্পানীর সহযোগিতায় ও সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থ্যায়নে সম্পন্ন করা হবে।
সংশ্লিস্ট সূত্র আরো জানায়, ‘কীর্তনখোলা নদীর তীরবর্তী স্থানে নির্মিতব্য এ ভবনটি হবে নগরীর অন্যতম নান্দনিক ভবন। যেখানে থাকবে ৪ হাজার স্কয়ারফিট আয়তনের ৫ তলা বিশিষ্ট ইমাম ভবন। ভবনটিতে একটি হেফজখানা ও কনফারেন্স রুমের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দূর-দূরান্ত থেকে আসা ইমামদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা থাকবে। এ ইমাম ভবনের নাম করণ করা হচ্ছে ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবন’।
এবিষয়ে মহানগর জাতীয় ইমাম সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আব্দুল মন্নান বলেন, আমরা ইমামরা ২০০৯ সাল থেকে একটি ইমাম ভবনের দাবি করে আসছি। বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্’র ঐকান্তিক প্রচেষ্টায় আজ তা সফলতার মুখ দেখছে।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘ইমাম-মুয়াজ্জিনরা সমাজের সম্মানিত ও আলোকিত মানুষ। তাদের জন্য কিছু করতে পাড়াটা ভাগ্যের ব্যাপার। সেই চিন্তা ধারা থেকেই ইমাম-মুয়াজ্জিনদের জন্য এ ‘বীর মুক্তিযোদ্ধা ইমাম ভবন’ নির্মাণ করা হচ্ছে।
মেয়র আরো বলেন, যেই দিন এ ইমাম ভবন নির্মাণ প্রকল্প শেষ হবে, সেইদিন ইমাম বা আপনাদের চেয়ে বেশি খুশি হবো আমি। কারণ এ ওয়াদাটা ছিল আমার।