বরগুনা হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে স্বামী উধাও
জানুয়ারি ১২ ২০২৩, ২১:৪১
বরগুনা প্রতিনিধি ॥ বরগুনায় এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে বরগুনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত বিথী আক্তার বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মাসুদ খানের স্ত্রী।
বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও তার বাবার বাড়ির স্বজনরা এসে মরদেহ উদ্ধার করে মর্গে রাখেন। বিথী আক্তারের চাচা ছালাম বলেন, ‘বাবার বাড়ি থেকে টাকা নেওয়ার জন্য বিথীকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করত।
এ নিয়ে কলহ লেগেই থাকত। শুনেছি আজ দুপুরেও নির্যাতন করেছে।’ তিনি আরও বলেন, ‘বিথীকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। ওর বাবা-মা ঢাকায় থাকে। তারা আসতেছেন।
সঠিকভাবে তদন্তের মাধ্যমে আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ বেতাগীর স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলম বলেন, ‘দুপুরে খবর পাই ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়েছে বিথী এবং অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতাল এসে দেখি স্বামী ও শ্বশুর বাড়ির কাউকে পাইনি। তাদের ফোনে কল দিলে তাও বন্ধ পাচ্ছি।’ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও বিথীর স্বামী ও শ্বশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি। বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’








































