শুভ জন্মদিন বলিউড ‘বাদশা’

নভেম্বর ০২ ২০২২, ০০:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ বলিউড বাদশা শাহরুখ খান। আজকের দিনেই (২ নভেম্বর) পৃথিবীতে যাত্রা শুরু করেন তিনি।আজ এই কিংবদন্তির ৫৭তম জন্মদিন। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই।

প্রতি বছর প্রিয় তারকার বিশেষ দিনটিতে তাকে এক নজর দেখতে মান্নাত’র সামনে ভিড় করেন হাজার হাজার ভক্ত। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে তাদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ।

বিশেষ আয়োজনকে ঘিরে নবরূপে সেজেছে মুম্বাই শহরের শাহরুখের বাড়ি ‘মান্নাত’। নিজের বাংলো বাড়িতেই জন্মদিন উদযাপন করবেন শাহরুখ। করোনা মহামারি ও নিজের সন্তানের জামিনসহ নানা ধরনের ঝামেলা পেরিয়ে এবার হতে যাচ্ছে শাহরুখ খানের বড় জন্মদিন।

আর তা টের পাওয়া গেল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হবার কারণে। ভিডিওতে দেখা যায় ইতোমধ্যেই যারা শাহরুখ খানকে প্রকৃত অর্থেই ভালোবাসেন, সেই ভক্তরা ৩ দিন আগেই মান্নাতের সামনে ভিড় করতে শুরু করেছেন।

প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। ১৯৯১ সালে ‘মহান কর্জ’ নামে স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেন কিং খান।

পরে ১৯৯২ সালে পূর্ণদৈর্ঘ্য ‘দিওয়ানা’ সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতে নেন তিনি। ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজেকে বাদশাহর আসনে অধিষ্ঠিত করেছেন। কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও