পটুয়খালীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস: যুবকের বাড়িতে তরুণীর অনশন

জানুয়ারি ০৮ ২০২৩, ০০:০৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে অনশনে বসেছে মনি আক্তার (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী।

শনিবার বিকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব জলিশা গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র এবং ভুক্তভোগী মনি জানায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামের জেলে পাড়ার ইউনুস হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম রাব্বি (২৬) গত পাঁচ বছর আগে বন্ধুর মাধ্যমে পার্শ্ববর্তী উপজেলার বাকেরগঞ্জের পাদ্রীশিপপুর গ্রামের সোহরাব হোসেনের বড় মেয়ে মনি আক্তারের সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং একাধিকবার শারীরিক সম্পর্কও হয় তাদের মধ্যে।

বিষয়টি জানাজানি হলে কিছুদিন আগে দুই পরিবারের মাঝে বাড়ি ঘর দেখা দেখিও হয়। কিন্তু রাব্বি মনির সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

পরবর্তীতে কোন উপায় না পেয়ে মনি রাব্বির গ্রামের বাড়িতে শনিবার বিকাল থেকে বিয়ের দাবিতে আমরণ অনশনে বসেন।

এদিকে বর্তমানে প্রেমিক রাব্বি পালাতক রয়েছেন কিন্তু রাব্বির পরিবারও মনিকে মেনে নিচ্ছেন না।  রাব্বির মা তাসলিমা বেগম বলেন, আমার ছেলের বিরুদ্ধে সব ষড়যন্ত্র হচ্ছে। ছেলেমানুষ ২-৪ দিন ফোনে কথা বলছে তাতেই কি বিয়ে করতে হবে।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, এবিষয়ে আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও