বরিশালে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ
জানুয়ারি ০৭ ২০২৩, ১৬:১৬
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহ ধর্মিনী ডাঃ জুবাইদা রহমান’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহারের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
শনিবার বেলা ১২টায় মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদকে সাথে নিয়ে নগরীতে এক বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি পুলিশ প্রহরায় নগরীর গ্রীর্জ্জামহল্লা, দক্ষিন চকবাজার, কাটপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ করে। মিছিল শেষে মহানগর যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, জেলা দক্ষিন যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদল যগ্ম সাধারন সম্পাদক নুরুল আলম কয়েস, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশসহ জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অন্যদিকে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদল নবগঠিত কমিটির আহবায়ক মসিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে একই দাবীতে।
এছাড়া বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করা সহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করে।









































