নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

জানুয়ারি ০৬ ২০২৩, ০৯:৫২

অনলাইন ডেস্ক :: কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই দুই নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৫টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং সকাল ৬টা ১০ মিনিটে আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের(বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কজিরহাট নৌ-রুটের ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে থাকা যানবাহনগুলোকে ১৯টি ফেরি দিয়ে পারাপার করানো হচ্ছে। ১ ঘণ্টা পারাপার করলে ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও