ঘন কুয়াশায় নৌপথে ফেরি চলাচল বন্ধ

জানুয়ারি ০৬ ২০২৩, ০৯:১৫

অনলাইন ডেস্ক :: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম রাইয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু ভোর থেকে পদ্মা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে নদীর মার্কিং আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। হঠাৎ ফেরি বন্ধ হওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও