পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

জানুয়ারি ০৪ ২০২৩, ১১:৪৯

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে জামাল হোসেন (৩৫) নামে এক যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে। 

বুধবার সকাল ৬ টার দিকে বরিশালে চিকিৎসাধীন মারা জান তিনি। এর আগে মঙ্গলবার (রাত দশটার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামের নদীর পাড়ে চালে ব্যবহার করা ট্যাবলেট খায়। জামাল পদ্মা গ্রামের মন্নান কাজীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। মঙ্গলবার রাত ১০ টার দিকে নদীর পাড়ে গিয়ে চালের ট্যাবলেট খায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নদীর পাড়ে পেয়ে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল সেবাচিমে পাঠালে সকাল ছয়টার দিকে মারা যান।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন, এরকমের খবর শুনেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও