ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে তিন দিনের কর্মসূচী ঘোষনা
জানুয়ারি ০৩ ২০২৩, ২২:০৯
নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে মঙ্গলবার রাতে নগরের কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে যৌথ সভা করে জেলা ও মহানগর ছাত্রলীগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর।
সভায় ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৪ জানুয়ারি বুধবার রাত ১২টা ১ মিনিটে নগরের সোহেল চত্তরের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। রাতে কেক কাটা ও আতশবাজি প্রর্দশনী করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এছাড়াও ৪ জানুয়ারি বুধবার প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম এর প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল ১১ টায় জেলা ও মহানগর ছাত্রলীগের আনন্দ র্যালি। র্যালির উদ্বোধন করবেন বিসিসি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এছাড়াও আগামী ৫ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের সকল ইউনিটে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
আগামী ৭ জানুয়ারি শনিবার বাদ আসর নগরের কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাকালিন হতে অদ্যবদি পর্যন্ত যে সকল নেতাকর্মী শাহাদাত বরন করেছে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।








































