ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে তিন দিনের কর্মসূচী ঘোষনা

জানুয়ারি ০৩ ২০২৩, ২২:০৯

নিজস্ব প্রতিবেদক ‍॥ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে মঙ্গলবার রাতে নগরের কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে যৌথ সভা করে জেলা ও মহানগর ছাত্রলীগ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর।

সভায় ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৪ জানুয়ারি বুধবার রাত ১২টা ১ মিনিটে নগরের সোহেল চত্তরের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। রাতে কেক কাটা ও আতশবাজি প্রর্দশনী করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এছাড়াও ৪ জানুয়ারি বুধবার প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম এর প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল ১১ টায় জেলা ও মহানগর ছাত্রলীগের আনন্দ র‌্যালি। র‌্যালির উদ্বোধন করবেন বিসিসি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এছাড়াও আগামী ৫ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের সকল ইউনিটে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

আগামী ৭ জানুয়ারি শনিবার বাদ আসর নগরের কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাকালিন হতে অদ্যবদি পর্যন্ত যে সকল নেতাকর্মী শাহাদাত বরন করেছে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও