চিকিৎসক হিসেবে নিয়োগ পেলেন ঐশী
নভেম্বর ০১ ২০২২, ১৯:৪৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বছর খানেক আগেই এমবিবিএস পাস করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী।
এবার এম এইচ শমরিতা হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দিলেন তিনি।
ঐশী গণমাধ্যমকে জানান, বছর খানেক আগেই চিকিৎসক হিসেবে কাজ শুরু করেছিলাম।যদিও সেটা ইন্টার্নশিপ ছিল, তারপরেও যথাযথভাবেই দায়িত্ব পালন করেছি। আজ (১ নভেম্বর) মেডিকেল অফিসার হিসেবে চাকরি শুরু করলাম।
তিনি আরও জানান, আমার সবচেয়ে পছন্দের জায়গা সিসিইউ। চাকরিজীবনের শুরুতেই পছন্দের জায়গায় দায়িত্ব পেয়ে বেশ ভালো লাগছে।
সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে নির্ভরতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি। প্রসঙ্গত, ২০১৫-১৬ বর্ষে ঢাকার শমরিতা মেডিকেল কলেজে ভর্তি হন মেধাবী ঐশী। ২০২০ সালের নভেম্বরেই তার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত করোনার কারণে তা পিছিয়ে যায়।
২০২১ সালের ১৮ অক্টোবর ঐশীর এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর উচ্ছ্বসিত এই গায়িকা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমি এখন ডাক্তার ঐশী।
আ/মাহাদী