বরগুনায় হাতকড়াসহ আসামির পলায়ন

জানুয়ারি ০৩ ২০২৩, ০১:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগীতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ এক আসামি পালিয়েছে গেছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম হাবিব বিশ্বাস (৬০)। তাকে চুরির অপরাধে গ্রেপ্তার করেছিল বেতাগী থানা পুলিশ।

ঘটনার ৩ ঘণ্টা পর একই এলাকার একটি ধান ক্ষেত থেকে হাতকড়া উদ্ধার করেছে পুলিশ। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত সপ্তাহে উপজেলার সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এ হাবিব বিশ্বাস নামে একজনের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পায় পুলিশ।

এরপর বেতাগী থানা পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে হাবিব বিশ্বাসকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যায়। এর ৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

থানায় নিয়ে আসার সময় হাতকড়াসহ পালিয়ে যায় আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও