বেতাগী প্রেস ক্লাবের নেতৃত্বে স্বপন-ইরান
জানুয়ারি ০১ ২০২৩, ২২:২১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগী প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত ৮টায় গ্রামীণ ব্যাংক সড়কের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালীকে সভাপতি ও দৈনিক যুগান্তরের বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
প্রেস ক্লাবের বিভিন্ন পদে অন্য সদস্যরা হলেন- দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি (সহ-সভাপতি) মো. কামাল হোসেন খান, (যুগ্ম সাধারণ সম্পাদক) হিসেবে প্রতিদিনের স্বদেশ প্রতিনিধি নিজাম উদ্দিন স্বাধীন ও যুগান্তর (দক্ষিণ প্রতিনিধি) সৈয়দ নূর-ই আলম শোভন।
নাগরিক সংবাদের প্রতিনিধি সাদ্দাম হোসেন (কোষাধ্যক্ষ), দৈনিক মানবজমিন প্রতিনিধি হোসেন আলী সিপাহী (দপ্তর সম্পাদক), নবদিক নিউজের প্রতিনিধি সাইফুল ইসলামকে (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং দৈনিক সাগরকূল প্রতিনিধি লিপিকি মণ্ডল, আমার বরিশালের প্রতিনিধি আব্দুর রহিম ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. সজল মাহমুদ সদস্য নির্বাচিত হন।








































