বেতাগী প্রেস ক্লাবের নেতৃত্বে স্বপন-ইরান

জানুয়ারি ০১ ২০২৩, ২২:২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগী প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাত ৮টায় গ্রামীণ ব্যাংক সড়কের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালীকে সভাপতি ও দৈনিক যুগান্তরের বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

প্রেস ক্লাবের বিভিন্ন পদে অন্য সদস্যরা হলেন- দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি (সহ-সভাপতি) মো. কামাল হোসেন খান, (যুগ্ম সাধারণ সম্পাদক) হিসেবে প্রতিদিনের স্বদেশ প্রতিনিধি নিজাম উদ্দিন স্বাধীন ও যুগান্তর (দক্ষিণ প্রতিনিধি) সৈয়দ নূর-ই আলম শোভন।

নাগরিক সংবাদের প্রতিনিধি সাদ্দাম হোসেন (কোষাধ্যক্ষ), দৈনিক মানবজমিন প্রতিনিধি হোসেন আলী সিপাহী (দপ্তর সম্পাদক), নবদিক নিউজের প্রতিনিধি সাইফুল ইসলামকে (প্রচার ও প্রকাশনা সম্পাদক) এবং দৈনিক সাগরকূল প্রতিনিধি লিপিকি মণ্ডল, আমার বরিশালের প্রতিনিধি আব্দুর রহিম ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. সজল মাহমুদ সদস্য নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও