২০২২ : যেমন গেল বিশ্বের জন্য

ডিসেম্বর ৩১ ২০২২, ১৩:২১

অনলাইন ডেস্ক : চলতি বছরের শেষ দিন আজ। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি পুরো বিশ্ব। কিন্তু এই ঘটনাবহুল বছরটিতে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে বেশ কয়েকটি ঘটে যাওয়া ঘটনার রেশ ২০২৩-এও বিশ্বকে টানতে হবে, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। আর এমন সব ঘটনা নিয়েই প্রতিদিনের বাংলাদেশের পাঠকদের জন্য লিখেছেন ইমরান রহমান।

রাশিয়ার বিধ্বস্ত ট্যাংকের ওপর ইউক্রেনীয় সেনারা 

ইউক্রেনে রুশ সামরিক অভিযান

একের পর পশ্চিমা সতর্কতা উপেক্ষা করে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা মিত্রদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে যান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা মিত্রদের দেওয়া অস্ত্র সহায়তার ওপর নির্ভর করে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেনীয় সেনারা। এখন পর্যন্ত কোনো পক্ষই যুদ্ধক্ষেত্রে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। তবে পুরো বিশ্বেই এর প্রভাব পড়েছে। কারণ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বুমেরাং হয়ে আঘাত করেছে ইউরোপকে। মহাদেশটিতে জ্বালানির মূল্য রেকর্ড ছাড়িয়েছে। ইউক্রেন খাদ্য রপ্তানি করতে না পারায় বিশ্ববাজারে বেড়েছে খাদ্যের দাম। নতুন বছরের শুরুর দিকেই এ সংকট অবসান হওয়ার সম্ভাবনা নেই।

চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর করেন ন্যান্সি পেলোসি

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনা

চলতি বছর আগস্টে স্বশাসিত দ্বীপ তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। চীনের ক্রমাগত হুমকি উপেক্ষা করে এ সফরে ক্ষিপ্ত হয় বেইজিং। ন্যান্সি পেলোসি তাইওয়ান ত্যাগ করার সঙ্গে সঙ্গে পুরো স্বশাসিত দ্বীপটি ঘিরে সামরিক মহড়া পরিচালনা করে বেইজিং। এ সময় তাইওয়ান থেকে আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ হয়ে যায়। আশঙ্কা ছড়িয়ে পড়েছিল, তাইওয়ানে আক্রমণ করতে পারে চীনের পিপলস রিপাবলিক আর্মি। শেষতক সংঘাত না হলেও তাইওয়ান ঘিরে তাজা গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মহড়া চালায় বেইজিং। সে সময় উত্তেজনার অবসান হলেও এ বছরের শেষ দিকে তাইওয়ানকে অস্ত্র সহযোগিতা সম্পর্কিত একটি বিল যুক্তরাষ্ট্রে পাস হওয়া নিয়ে আবারও উত্তেজনা চলছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্যালেসের পুলে সাঁতার কাটছেন বিক্ষোভকারীরা 

অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা

চলতি বছরে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে দ্বীপদেশ শ্রীলঙ্কা। দেশটির জ্বালানির ঘাটতি এত প্রবল আকারে দেখা দিয়েছিল যে দু-তিন দিন টানা পেট্রোলপাম্পের সামনে দাঁড়িয়েও জ্বালানি নিতে পারছিল না গাড়িগুলো। দেশটির জনগণ এ সংকটের জন্য ক্ষমতাসীনদের দায়ী করে আন্দোলন শুরু করে। একসময় আন্দোলনকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেন। গোতাবায়া রাজাপক্ষে নৌবাহিনীর ঘাঁটি হয়ে দেশটি ত্যাগ করেন। তবে নতুন সরকার ক্ষমতায় এলেও শ্রীলঙ্কার সংকট উত্তরণের কোনো উপায় এখনও দেখা যাচ্ছে না।

ইরানে চলমান আন্দোলনের নেতৃত্বে নারীরা

ইরানে পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন

‘নৈতিকতা পুলিশ’-এর হেফাজতে ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হয় দেশটিতে। নারীদের নেতৃত্বাধীন এ আন্দোলন একসময় ক্ষমতাসীনদের অপসারণের আন্দোলনের দাবিতে পরিণত হয়। তবে ইরান সরকার পুরো ঘটনাটিকে পশ্চিমা ইন্ধনে ঘটেছে বলে দাবি করে এবং আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেয়। এ ইস্যুতে অনেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং দুজনের মৃত্যুদণ্ড এরই মধ্যে কার্যকর হয়েছে।

লেবাননেও অর্থনৈতিক সংকট ঘিরে হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ

লেবাননে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট

লেবানন অর্থনৈতিক সংকটে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। একসময় যেই লেবাননকে মধ্যপ্রাচ্যের উদ্যান বলা হতো, সেই লেবানন থেকে অনেকে কাজের উদ্দেশ্যে ইরাকেও চলে যাচ্ছেন। অর্থনৈতিক সংকটের পাশাপাশি লেবাননে রয়েছে রাজনৈতিক সংকটও। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সংকট দেখা দিয়েছে দেশটিতে। কেউই পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। নতুন বছরে রাজনৈতিক সংকটের যদি সমাধান না হয়, তাহলে অর্থনৈতিক সংকট মোকাবিলা দেশটির জন্য কঠিন হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও