এবার নির্বাচনে মাহি
ডিসেম্বর ২৯ ২০২২, ১১:০৫
জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছুদিন ধরেই রাজনীতিতে সরব তিনি। নিজ জেলা চাঁপাই নবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে তাকে দেখা যায় সামাজিক কার্যক্রমে। তার স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকার। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় মাহি আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যাচ্ছে।
এবার তিনি জানালেন, এমপি নির্বাচনে অংশ নিতে চান তিনি। ‘চাঁপাই নবাবগঞ্জ-২’ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করবেন মাহি। এ নায়িকা জানান, আগামী ২৯শে ডিসেম্বর বিকালে ধানমণ্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাই নবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি।
মনোনয়ন কেনার বিষয়টি জানিয়ে মাহি বলেন, আমার জন্য দোয়া করবেন। আমি ‘চাঁপাই নবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি।
যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পণ আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই। এর আগে বিএনপি’র হাই কমান্ডের সিদ্ধান্তের কারণে বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মতো চাঁপাই নবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ই ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন।








































