ঝালকাঠির সুগন্ধা-বিষখালী নদীর পাড়ের মাটি কেটে বিক্রি হচ্ছে ইটভাটায়

ডিসেম্বর ২৭ ২০২২, ১৭:১৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ড্রেজার মেশিন দিয়ে ভাঙনকবলিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর চর থেকে মাঠি কেটে ইটবাটায় বিক্রয়ের কারনে তীব্র হচ্ছে নদীভাঙন দেখা দিয়েছে।

এ জন্য দায়ী করা হচ্ছে অবৈধ বালু ব্যবসায়ীদের ও নদীর চরের মাঠি অভৈধভাবে কেটে ইটবাটায় বিক্রি করা অস্বাধু ব্যাবসায়ী চক্রকে।

শীত মৌসুমের জেলার অধিকংশ ইট বাটায় ইট তৈরীর মাঠি টাকার বিনিময়ে নদীর চর কেটে সরবরাহ করে একটি চক্র। বর্ষা মৌসুমের আগেই ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ বাল ও মাঠি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

নদীতীরের বাসিন্দারা জানায়, ড্রেজার মেশিন দিয়ে সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে প্রকাশ্যে।

শুধু দিনে নয়, রাতেও চলছে ড্রেজার মেশিন। প্রতিদিন ২০ থেকে ২৫টি ড্রেজার দিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করায় ভেঙে যাচ্ছে নদী।

চোখের সামনে মানুষের সহায়-সম্পত্তি বিলীন হতে দেখেও তারা বালু উত্তোলন থেকে বিরত থাকছে না। অপরদিকে শীত মৌসুমের জেলার অধিকংশ ইট বাটায় নদীর চর কেটে মাঠি তুলে ট্রলার যোগে জেলার ইট বাটায় বিক্রি করে একটি চক্র।

এ চক্রে প্রায় শতধিক লোক চরের মাঠি কেটে ১০/১৫ টি ট্রলারে তুলে প্রতিদিন নিয়ে যাচ্ছে। এতে নদীর ঝুঁকিমুক্ত এলাকাও ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে।

বিষখালী নদীর তীরবর্তী দেউরী, ভাটারাকান্দা, সাচিলাপুর, দিয়াকুল, কিস্তাকাঠি,ভবানীপুর, পালট ও সুগন্ধা নদীতীরের কৃষ্ণকাঠি, কুতুবনগর, মল্লিকপুর, খোজাখালী, সিকদারপাড়া, ষাইটপাকিয়া, বারইকরণসহ বেশ কয়েকটি গ্রামের অসংখ্য পরিবার ভিটেবাড়ি হারিয়েছে। শীতেই নতুন করে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে ওই সব এলাকার বাসিন্দারা।

ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অং ছিং মারমা বলেন, গত তিন মাসে সুগন্ধা ও বিষখালী নদীতে ব্যাপক অভিযান চালানো হয়েছে। আমরা কয়েকটি ড্রেজার আটকও করেছি । জরিমানা ও দন্ড দিয়েও থামানো যাচ্ছে না এদের। আমরা কঠোর অবস্থানে আছি।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যাতে নদী থেকে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হাসান বলেন, এরই মধ্যে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অল্পদিনের মধ্যেই ভাঙনকবলিত বেশ কিছু এলাকায় কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও