বরিশালে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

নভেম্বর ০১ ২০২২, ১৪:৩৪

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ডে ও ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে সোহাগ ঘরামী ও বিপ্লব অধিকারী নামে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৮)।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটকৃতরা হলেন, বরগুনার পাথরঘাটার ইদ্রিসুর রহমানের পুত্র সোহাগ ঘরামি ও ঝালকাঠির রাজাপুরের অধির অধিকারীর পুত্র বিপ্লব অধিকারী।

মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা ১২টায় র‍্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান।

তিনি জানান, বরিশালসহ বিভিন্নস্থানে অনেক সাধারন মানুষ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বত্র হারিয়েছেন, সর্বশেষ বরিশালে এক বাস যাত্রী এই অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মৃত্যুবরণও করেছেন। যা কিনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে একাধিকবার। বিয়ষটি আমাদের নজরে আসলে র‍্যাব-৮ অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করেন। তারই ধারাবাহিকতায় নগরীর রূপাতলী ও ঝালকাঠিতে অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতাকৃতদের কাছ থেকে এ চক্রের অন্যান্য সদস্যের তথ্য পাওয়া গেছে, তাদের গ্রেফতার করতেও র‍্যাব-৮ এর অভিযান অব্যহত থাকবে।

আটককৃতদের বরিশাল কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও