বরগুনায় ৯ মাসে কুরআন মুখস্ত করল শিশু আব্দুর রহমান

ডিসেম্বর ২৫ ২০২২, ২০:৪১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নয় মাসে ৯ বছরের শিশু কুরআনের হাফেজ হয়ে অনন্য গৌরব অর্জন করেছে।হাফেজ আব্দুর রহমান বরগুনা পৌরসভার সৌদি প্রবাসী আব্দুল আজিজের ছেলে। তিনি বরগুনা পৌর শহরের ডিজেপি রোডে বাঁকে জান্নাত মাদ্রাসার ছাত্র।

রোববার সকালে আনুষ্ঠানিকভাবে আব্দুর রহমানসহ ১০ জন হাফেজকে সমাপনী সংবর্ধনা, পাগড়ি প্রদান শেষে সনদ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।

বরগুনার পৌর এলাকার ডিকেপি রোডে বাবে জান্নাত মাদ্রাসার হিফজ বিভাগ ছাত্রদের সংবর্ধনা, পাগড়ি প্রদান করা হয়।

মাওলানা মুহা. আবু হাসান বলেন, হিফজ শুরু করার পরই আমরা আব্দুর রহমানের মধ্যে ভিন্ন রকমের প্রতিভা অনুভব করি। সে মাত্র নয় মাসে হিফজ সমাপ্ত করতে সক্ষম হয়েছে।

মাদ্রাসার পরিচালক মাওলানা আবু হাসানের সভাপতিত্বে বাবে জান্নাত মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনায় ইসলামী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবদুল করিম।

বিশেষ অতিথি ছিলেন- মাওলানা হারুন অর রশিদ। সাবেক ভাইস চেয়ারম্যান মহিবুল্লাহ হারুন।শিশু হাফেজ আবদুর রহমান জানায়, আমার শিক্ষকরা আমাকে যত্নসহকারে দীনি শিক্ষা দেওয়ার কারণে আমার পক্ষে ৩০ পারা কুরআন মুখস্থ করা সম্ভব হয়েছে। আল্লাহ যেন আমাকে দীনি শিক্ষায় আরও শিক্ষিত করেন। আমি বিদেশে লেখাপড়া করতে চাই।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও