বরিশালে বাসদের মানবতার বড়দিন উৎসব

ডিসেম্বর ২৫ ২০২২, ১৮:৫৬

বরিশাল নগরের কাউনিয়া, মতাসার, ইছাকাঠি, গোলপুকুর পাড়, সাগরদীসহ বিভিন্ন খ্রিষ্টান কলোনিতে শিশুকিশোরদের নিয়ে কেক কেটে ও চকলেট বিতরণের মাধ্যমে উদযাপিত হয় উৎসবটি।

এসময়ে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এলভার্ট রিপন বল্লভ,  সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়ে বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, গত বছর থেকে বড়দিন উৎসব উপলক্ষে বিভিন্ন কলোনীতে বসবাসরত শ্রমজীবী খ্রিস্টান পরিবারের শিশুদের নিয়ে বাসদ মানবতার বড়দিন উৎসব পালন করে আসছে।

সব ধর্মীয় উৎসবের মতই বড়দিনেও সকলের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে বাসদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতিকে উর্দ্ধে তুলে ধরে যেকোন উৎসব উপলক্ষে বাসদ এধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও