বরিশালে বিএনপির গণসমাবেশ: জোরালো প্রচারে বিএনপির কেন্দ্রীয় নেতারা

নভেম্বর ০১ ২০২২, ১২:৪৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী শনিবারের বিভাগীয় গণসমাবেশ সফল করতে বরিশালের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির ১১ জন কেন্দ্রীয় নেতা।

স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তাঁরা মাঠ পর্যায়ে প্রস্তুতিমূলক সভা, প্রচার-প্রচারণা, মিছিল-সমাবেশ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন। এতে উজ্জীবিত হচ্ছেন দলটির তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, সব বাধাবিঘ্ন উপেক্ষা করে তাঁরা যে কোনো উপায়ে গণসমাবেশ সফলে জীবন বাজি রেখে কাজ করছেন।

গতকাল সোমবার বরিশাল মহানগর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ড্যাব নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, ‘লুটপাট করে সরকার দেশের অর্থনীতি বিপর্যস্ত করে ফেলেছে।

এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বরিশালের গণসমাবেশ সফল করে এই অবৈধ সরকারের পদত্যাগের দাবিকে আরও তীব্রতর করতে হবে।’

সকাল ১১টায় নগরীর সদর রোড, গির্জা মহল্লা ও প্যারারা রোডে অনুষ্ঠিত এই লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির প্রমুখ।

এ ছাড়া বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির এক যৌথ প্রস্তুতি সভা সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের কালীবাড়ি সড়কের বাসভবনে অনুষ্ঠিত হয়।

এই সভার প্রধান অতিথি দলটির স্থায়ী কমিটির সদস্য ও বরিশালে বিভাগীয় গণসমাবেশের প্রধান উপদেষ্টা বেগম সেলিনা রহমান বলেন, ‘নেতাকর্মীরা সর্বশক্তি ও কৌশল নিয়ে সমাবেশ সফল করবে।

আমাদের বড় জমায়েত ঠেকাতে আওয়ামী লীগ সরকার সব ধরনের অপকৌশল বেছে নেবে। আমরা সরকারের বাধায় ভয় পাই না। জনগণ মাঠে নেমে গেছে।’

এর আগে সকালে বরিশালে ছাত্রদলের এক বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ে।

এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। সভায় বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, জেলা সাধারণ সম্পাদক কামরুল আহসান ও মহানগরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বরিশাল বিভাগের অপর ৫ জেলা ছাত্রদল নেতারাও বক্তব্য দেন।

এ ছাড়া বরিশাল দক্ষিণ জেলা কৃষক দলের এক প্রস্তুতি সভা সোমবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এইচ এম মহসিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

বরিশাল উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভা সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ে।

বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহর সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার তাঁর অনুসারীদের নিয়ে নগরীতে লিফলেট বিতরণ করেন।

এ সময় সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আহসান কবির হাসান, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর প্রমুখ।

বঙ্গবন্ধু উদ্যানেই গণসমাবেশ :সোমবার বিকেলে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ বলেন, শর্ত সাপেক্ষে বিএনপিকে বঙ্গবন্ধু উদ্যানে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

শর্তের অন্যতম হচ্ছে, বঙ্গবন্ধু উদ্যানে নির্মিত স্থায়ী মঞ্চ ব্যবহার করতে পারবে না বিএনপি। স্থায়ী মঞ্চের চারদিকে ২০০ ফুট জায়গা খালি রাখতে হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, জেলা প্রশাসনের শর্ত মেনে বেলস পার্কে উত্তর-দক্ষিণমুখী মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও