রাজাপুরে ব্যাংক কর্মকর্তাসহ সাত জুয়াড়ী আটক 

ডিসেম্বর ২৩ ২০২২, ২১:৩৯

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ‍॥ ঝালকাঠির রাজাপুরে ব্যাংক কর্মকর্তাসহ সাত জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তরতারাবুনিয়া এলাকার মোহাম্মদ মাকিদ খানের বসতঘর থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

আটকৃত ব্যাংক কর্মকর্তার নাম মো. আল-মামুন ওরফে শামীম। সে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. বেলায়েত আকনের ছেলে ও বরিশালের মেহেন্দীগঞ্জ পূবালী ব্যাংক শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত রয়েছেন। আটকৃত অন্যরা হলো উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকার মো. গনি জমাদ্দারের ছেলে মো. কামরুল হোসেন জমাদ্দার, মো. রশিদ জমাদ্দারের ছেলে মো. মজিবর জমাদ্দার, পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউসুব হাওলাদারের ছেলে মো. মহিদুল ইসলাম বাবু, আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে মো. দুলাল হাওলাদার, মোকসেদ আলী খানের ছেলে মো. মহিদুল ইসলাম জমাদ্দার, মো. কাওসার সরদারের ছেলে মো. ইমাদুল সরদার।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় সাত জুয়াড়ীকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে জুয়াড়ী আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও