বরিশালে পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

ডিসেম্বর ২৩ ২০২২, ১৯:১৬

আটকরা হলেন-পটুয়াখালী জেলার বাউফলর থানাধীন কর্পুরকাঠী গ্রামের মো. আব্দুল হাই মাতব্বরের ছেলে মো. অলিউল্লাহ মাতব্বর (৩৩), সাতক্ষীরা জেলার উত্তর ভাদিয়ালী, ২নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর ছেলে ইশারুল ইসলাম (২৭),  একই জেলার গোয়ালচাতর ৫নং ওয়ার্ডের মো. সহিদুল ইসলামের ছেলে মো. সাগর হোসেন (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর পলিটেকনিক্যাল কলেজের নির্মানাধীন ছাত্রাবাসের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ৮০ পিস ইয়াবাসহ অলিউল্লাহ মাতব্বরকে আটক করা হয়। অপরদিকে একই দিন রাত সাড়ে ১১ টায় কালিজিরা বাজারস্থ হারুন বেডিং স্টোর (লেপ তোষকের) দোকানের সামনে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ ইশারুল ইসলাম এবং  সাগর হোসেনকে আটক করা হয়। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও