কলকাতা মাতাতে যাচ্ছেন ডিপজল
ডিসেম্বর ২১ ২০২২, ২০:২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ডিপজলের কলকাতায় অনুষ্ঠানের বিষয়টি তার ব্যক্তিগত ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।
পোস্টে ডিপজল লেখেন, ‘আগামী ২৩ ডিসেম্বর আমি যাচ্ছি কলকাতা মুর্শিদাবাদ। আশা করি সবাই থাকবেন।’ডিপজল জানান, মুর্শিদাবাদের জলঙ্গী জোড়তলায় অবস্থিত জলঙ্গী মহাবিদ্যালয় প্রাঙ্গণে হবে এই আয়োজন। সেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।
ডিপজল ছাড়াও ওই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেবেন গায়ক এফ এ সুমন ও গায়িকা শারমীন দীপু। জানা গেছে, কলকাতার ওই অনুষ্ঠানে ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, রুকমা রায়, মীর অ্যান্ড ব্যান্ডেজ, সুমনা দাস, জি বাংলার সারেগামাপা খ্যাত রাজা রায়, মিলি বোস ও দোস্তজীসহ আরো অনেকে অংশগ্রহণ করবেন। নির্মাতারা আগামী শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠানটি।
আ/ মাহাদী








































