মেয়েকে নিয়ে ভারতে প্রিয়াঙ্কা

নভেম্বর ০১ ২০২২, ১০:৩৬

বিনোদন ডেস্ক : মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর নিজে তিন বছর পর ভারতের মাটিতে পা রাখলেন এই নায়িকা। সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে এ তথ্য জানিয়েছেন তিনি। ভোর ৬টার দিকে বিমানের বোডিং পাসের ছবি পোস্ট করেছেন এ সুন্দরী।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে দীর্ঘ তিন বছর পর বাড়ি ফিরছি।’

বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দাম্পত্য জীবনে তারা বেশ সুখী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্ট দেখে তারই ধারণা পাওয়া যায়।

যদিও একাধিকবার নিক-প্রিয়াঙ্কা দম্পতির সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেগুলো স্রেফ গুঞ্জনই রয়ে গেছে। নিক-প্রিয়াঙ্কা তাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত শেয়ার করে সেসব উড়িয়ে দিয়েছেন।

সারোগেসির মাধ্যমে সন্তান জন্মের খবরটিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। এরপর থেকেই তাদের সন্তান নিয়ে আলোচনা তুঙ্গে। সন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেও সন্তানের মুখ এখনও দেখাননি প্রিয়াঙ্কা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

এক্সক্লুসিভ আরও