এপেক্স বাংলাদেশ সংবর্ধনা পেলেন নূর হোসাইন মোল্লা

ডিসেম্বর ১৯ ২০২২, ১৭:১৩

মো. রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া ‍॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কৃতি সন্তান লেখক, কলামিস্ট, একাধিক গ্রন্থের রচয়িতা অপসরপ্রাপ্ত শিক্ষক নূর হোসাইন মোল্লাকে সংবর্ধিত করলো এপেক্স ক্লাব অফ বাংলাদেশ। আন্তর্জাতিক সেচ্ছাসেবী এ সংগঠনটি তাদের জেলা-৫ (বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা এবং মঠবাড়িয়া) এর ৩৭তম সম্মেলনে গত শনিবার তুষখালী এন,এস টাওয়ারের মিলনায়তনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

লেখক নূর হোসাইন মোল্লা তার বিভিন্ন গ্রন্থে মঠবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে তুলে ধরে অসামান্য অবদান রাখায় “লেখা ও সাহিত্য” ক্যাটাগরিতে এ গুণীজনকে সংবর্ধিত করেন ক্লাবটি। তার উল্লেখ যোগ্য গ্রন্থগুলো হলো- মুক্তিযুদ্ধকালীন মঠবাড়িয়া, জননন্দিত খান সাহেব হাতেম আলী জমাদ্দার, সত্যের অন্বেষণে।

এছাড়া ওই সম্মেলনে আরও দুইজনকে সংবর্ধনা দেওয়া হয়। এপেক্স আন্দোলনের জন্য এপেক্স ক্লাব অফ পিরোজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এপে. আলী আহম্মেদ খান মিলুকে এবং মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষানুরাগী ক্যাটাগরিতে সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামকে সংবর্ধিত করা হয়।

বার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে জেলা-৫ এর গভর্নর এপেক্সিয়ান এ্যাড. উম্মে সালমা সুমি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর জাতীয় সভাপতি ইলিয়াস জসিম, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সহ-সভাপতি এপে. মাহমুদুল হক সাবু, এপেক্স বাংলাদেশ এর সাবেক জাতীয় সভাপতি নিজাম উদ্দিন পিন্টু, মোশাররফ হোসাইন মিসু, এপে. খুরশীদ-উল-আলম অরুন, রেজাউল ইসলাম, এ্যাড. সৈয়দ নুরুল রহমান প্রমুখ। এছাড়া জেলা-৫ এর বিভিন্ন ক্লাবের সভাপতি, সেক্রেটারি ও দেশের বিভিন্ন জেলা থেকে ডেলিগেট ও অবজার্ভারগণ উপস্থিত ছিলেন। এসময় সকলের উপস্থিতিতে সংবর্ধিত তিন গুণীজনকে ক্লাবের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।

উল্লেখ্য- এপেক্স ক্লাব একটি আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন। এটি ১৯৩১ সালে প্রতিষ্ঠান হয়। এর সদর দপ্তর অস্ট্রেলিয়ায়। পরে ১৯৬১ সালে বাংলাদেশে এপেক্স ক্লাব অফ বাংলাদেশ নামে একটি ক্লাব গঠন করা হয়। বর্তমানে সারাদেশে ৯টি জেলায় (জোনে) ১৪০টি ক্লাবের ৫ হাজার এপেক্সিয়ানদের নিয়ে সমাজের কম ভাগ্যবানদের জন্য কাজ করে যাচ্ছে। আজ মানব কল্যাণে সারা বিশ্বে এপেক্স সুপরিচিত। এ সংগঠনের মূল উদ্দেশ্য- সমাজের গুনীজন ও যুবসমাজকে নিয়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা, বন্যা, ঘূর্ণিঝড়, যুদ্ধাহত ও গৃহহীনদের গৃহ নির্মান করা, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাদ্য দান, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা, শীতকালে শীতার্ত মানুষকে শীত বস্ত্রদান করা, চিকিৎসার জন্যে ক্লিনিক স্থাপন ও ওষুধ বিতরণ করা সহ সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও