বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা!
ডিসেম্বর ১৭ ২০২২, ২৩:২৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি কাতার বিশ্বকাপে বুঁদ হয়ে আছেন ফুটবলপ্রেমীরা। মরুর বুকে প্রথম বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আগামী রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপেদের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা।
এদিকে শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কাতারের উদ্দেশে ভারত ছেড়েছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। চলতি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতেই তার এই সফর।
ভারত ছাড়ার আগে মুম্বাই বিমানবন্দরে হাসিমুখে ধরা দিয়েছেন দীপিকা। খোশমেজাজেই আলোকচিত্রীদের সামনে পোজ দিয়েছেন। এ সময় তার পরনে ছিলো খাকি কোট-প্যান্ট, সঙ্গে সাদা টপ।
অন্যদিকে ওয়েনি রুনির সঙ্গে বসে আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা দেখবেন শাহরুখ খান। তিনি জানিয়েছেন, মাঠে মেসি আর এমবাপে…স্টুডিওতে ওয়েনি রুনি আর আমি। আমাদের সঙ্গে বাড়িতে বসে লাইভ দেখুন আপনারাও।
প্রসঙ্গত, শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ শিরোনামের গানটি ঘিরে উত্তাল নেটদুনিয়া। গানটির ভিডিওতে তাদের পোশাক ও অঙ্গভঙ্গি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।
বিশেষ করে দীপিকার বিকিনি লুক দেখে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। শুধু তাই নয়, তার অঙ্গভঙ্গিতেই নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে গেছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র: এনডিটিভি
আ/ মাহাদী








































