বিমানবন্দরে দুই তেলবাহী গাড়িতে আগুন

ডিসেম্বর ১৪ ২০২২, ১২:৩৭

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে দুইটি তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ১২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করে। সকাল ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও