পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোদে উপজেলা অডিটরিয়ামে কৃষকদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক পুরবর্তন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে মাঠ পর্যায়ে কৃষকদের মতবিনিময় সভায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মো. সাইদুর রহমান,উপ পরিচালক কৃষিসম্প্রসারন অধিদপ্তর পিরোজপুর ড.মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, পিরোজপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার, পিরোজপুর জেলা মৎস্যকর্মকর্তা আব্দুল বারী, ভাণ্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ভাণ্ডারিয়া উপজেলা কৃষিকর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার। এছাড়া কৃষক কৃষাণীদের মধ্যে বক্তব্য রাখেন আবুবক্কর মাস্টার মো. বারেক সিকদার,মোস্তাফিজ প্রিন্স ও রুমা রানী পাল প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, প্রাণী সম্পদ কার্যালয়ের ভ্যাটেনারী সার্জন ডা. সোমা সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসসার মো. নাসীর উদ্দিন খলিফা,ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শফিকুল ইসসলাম আযাদ।
প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, বর্তমানে বৈশ্বিক যে অসিস্থরতা চলছে তাতে সারা বিশ্বই একটি অসিস্থতিশীল অবস্থা বিরাজ করছে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। খাদ্য নির্ভরতা বাড়াতে মাঠের কৃষকরাই হল আসল বিজ্ঞানী। তাই যাতে এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে সে জন্য কৃষকদের আরো আন্তরিক হতে হবে। শুধু তাই নয় পরিবারের রাসায়নিক মুক্ত সবজির চাহিদা পুরনে কৃষাণীদেরও স্ব স্ব বাড়ির আঙিনায় সবজি চাষ, গাভী, হাঁস, মুরগী পালন ও সেলাই প্রশিক্ষণ নিয়ে সকলে আত্মনির্ভরশীল হতে হবে। তা হলে বৈশ্বিক মন্দা থেকে নিজেদের রক্ষা করা যাবে।
পরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া সামগ্রী স্কুল ,মাদ্রসা প্রধানদের মাঝে বিতরণ করেন।









































