মন্দৌসের প্রভাব না কাটতেই নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা

ডিসেম্বর ১১ ২০২২, ১২:৩৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘূর্ণিঝড় ‘মানদৌসের’ প্রভাব না কাটতেই নতুন করে আরেকটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।গতকাল শনিবার রাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয়, তাহলে এটি কতটা শক্তিশালী হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে আগামী সপ্তাহে আঘাত হানতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মানদৌস’ গত শুক্রবার গভীর রাতে ভারতের তামিলনাড়ুতে আছড়ে পড়েছে। এতে ওই রাজ্যে এখন পর্যন্ত চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও