নিজস্ব প্রতিবেদক: নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ চারজনের জামিন আবেদন করেছেন তাদের আইনজীবী।
ফখরুল-আব্বাসের জামিন আবেদন
ডিসেম্বর ১১ ২০২২, ১০:৪৬
রোববার (১১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমের আদালতে এ আবেদন করেন তাদের আইনজীবী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের এই মামলায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করে এই দুই নেতাকে আদালতে হাজির করেন। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।








































