২ দিন পর বরগুনায় লঞ্চ-বাস চলাচল স্বাভাবিক 

ডিসেম্বর ১০ ২০২২, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ ঘিরে আতঙ্কে বরগুনা-ঢাকার রুটে লঞ্চ ও বাস চলাচল দুইদিন বন্ধ থাকার পর শনিবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে স্বাভাবিক হয়েছে।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন, যাত্রী সংকট ও বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ ঘিরে আতঙ্কের কারণেই লঞ্চ ও বাস সার্ভিস বন্ধ ছিল।

বরগুনা ও আমতলী নদী বন্দর থেকে বৃহস্পতি ও শুক্রবার (৮ ও ৯ ডিসেম্বর) ঢাকার উদ্দেশে লঞ্চ ছেড়ে না গেলেও ঢাকা থেকে বরগুনার উদ্দেশে পৃথক দুইটি লঞ্চ ছেড়ে এসেছে।

এমকে শিপিং লাইনসের বরগুনার ঘাটের পরিদর্শক এনায়েত হোসেন বাংলানিউজকে বলেন, মূলত ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার হওয়ার আতঙ্কে যাত্রীরা ঢাকায় যাচ্ছেন না। এ কারণেই লঞ্চ চলাচল বন্ধ।

বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত আমাকে জানানো হয়নি। তবে বরগুনা থেকে ঢাকায় বন্ধ থাকলেও ঢাকা থেকে লঞ্চ আসছে। শনিবার বিকেল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বরগুনার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন সাবু বলেন, ঢাকায় চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাস মালিকরা গাড়ি ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় বাস চলাচল বন্ধ ছিল। শনিবার দুপুর থেকে সব ধরনের যাত্রীবাহী গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও