বিনোদন ডেস্ক ॥ পরীমনির স্বামী শরীফুল রাজ ব্রাজিলের সমর্থক। এ জন্য পরীমনি একটি শপথ করেছেন। সেই শপথ নিয়ে ফেসবুকে লিখেছেন, আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো প্রমিস।
আর্জেন্টিনার সমর্থক হয়েও ব্রাজিলের জার্সি পরে ঘুরবেন
ডিসেম্বর ১০ ২০২২, ১৭:৩২
পরীমনি শুধু আর্জেন্টিনার সমর্থকই নন, খেলার সময় তীব্র উত্তেজনায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। মেসির গোলে উচ্ছ্বাস দেখান। সেই পরীমনির ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়াতে চাচ্ছেন।
এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে আর্জেন্টিনার জয়ে হাসি ফোটে পরীর মুখে। তার কথায়, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই খেলাটার প্রতি বেশি মায়া জন্মায়। আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়কে মনে হয় নিজের আপন কেউ। খুব করে চাই লিওনেল মেসির হাতেই কাপটা উঠুক। এই জয়ের মধ্য দিয়ে সেই স্বপ্নের আরও কাছাকাছি চলে গেলো দলটি। আমার বিশ্বাস পরের দুই ম্যাচ জিতে আর্জেন্টিনা মেসির স্বপ্ন পূরণ করবে। বিশ্বকাপ জিতবে।’








































