নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে সাত এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের এই ঘোষণা দেন তারা।
বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা
ডিসেম্বর ১০ ২০২২, ১৫:১৪
এ বিষয়ে সংসদ সদস্য সিরাজুল ইসলাম বলেন, আজকে আমরা আমাদের নেতা তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাক্ষ্য রেখে আমরা বিএনপির সাত এমপি অবৈধ সরকারের সংসদ থেকে পদত্যাগ করলাম। শনিবার (১০ ডিসেম্বর) থেকে আমরা আর সংসদে নেই।
রুমিন ফারহানা বলেন, বিএনপি এখনো খেলা শুরুই করেনি। উত্তর থেকে দক্ষিণ মানুষ আর মানুষ। বিএনপি সাধারণ মানুষের দল। আওয়ামী লীগ নামক আর কোনো দল নেই। এতো মানুষকে খুন করে, আমাদের কর্মীর বাবাকে পিটিয়ে মারলেন। তবুও আমাদের আটকাতে পারেননি। সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো প্রার্থক্য নেই। তাই আমি এই সংসদ থেকে পদত্যাগ করলাম। ইতিমধ্যে আমি মেইলে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি।কালকে হাতে হাতে পৌঁছে দেবো।
বিএনপি দলীয় এমপি হারুনুর রশীদ বলেন, `পদত্যাগের বিষয়টি দলীয় সিদ্ধান্ত। আমি পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় আছি। দেশে থাকতেই আমি পদত্যাগপত্রে সই করে এসেছি। আজ সমাবেশ থেকে ঘোষণা হলো।`








































