বরিশালে অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট : একজনের কারাদণ্ড
নভেম্বর ১৮ ২০২৫, ১৬:৪৫
ট্রলারসহ অবৈধ পাই মশারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক জেলেকে এক মাসের কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন- উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে মেঘনার শাখা নদী থেকে একটি ট্রলারসহ অবৈধ পাই মশারী জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া জব্দ ট্রলার নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানিয়েছেন-অপর অভিযানে পাঙ্গাসের পোনা ধরার ফাঁদ সহ আটককৃত ভাড়াটিয়া জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত জেলে আপন মোল্লা (৪৫) শরিয়তপুরের গোসাইয়ের হাট এলাকার বাসিন্দা মো. লাল মিয়া মোল্লার ছেলে। তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।







































