মাদক সেবনে বাঁধা দেয়ায় হামলা : চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নভেম্বর ১৮ ২০২৫, ১৬:৪৪

মাদক সেবনে বাঁধা দেয়ায় হামলায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মাঝি নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

ওসি জানিয়েছেন-মৃতের স্বজনরা তাকে মোবাইল ফোনে জানিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সোহেল মাঝি মঙ্গলবার সকাল দশটার দিকে মৃত্যুবরণ করেছে।

মৃত সোহেল মাঝি (৫০) উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হানুয়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত সোবহান মাঝির ছেলে।

মৃত সোহেলের স্বজনরা অভিযোগ করে বলেন-মাদক সেবনে বাঁধা দেয়ায় গত ১১ নভেম্বর সকালে একই এলাকার চিহ্নিত মাদক সেবী পলাশ মাঝির নেতৃত্বে তার সহযোগি রাজু হাওলাদার, রাব্বি মাঝি, শাহাদাৎ হাওলাদার, রবিউল ইসলাম, সফিক হাওলাদার, জয়নাল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনে পিটিয়ে ও কুপিয়ে সোহেল মাঝিকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সোহেল মাঝিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে সোহেল মাঝি মৃত্যুবরণ করেন।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন- হামলার ঘটনায় সোহেল মাঝির স্ত্রী মাকসুদা বেগম বাদি হয়ে উল্লেখিত হামলাকারীদের আসামি করে গত ১২ নভেম্বর বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেছেন।

আদালতের নির্দেশে আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন- ওই মামলায় কারাগারে থাকা আসামিরা ১৭ নভেম্বর জামিনে জেল থেকে বের হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন-পূর্বের দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুজু করা হবে।

ওসি আরও জানিয়েছেন-আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন সোহেল মাঝির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে তার (সোহেল) স্বজন ও এলাকাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক সর্ব্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও