ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী মাহফিল শুরু
নভেম্বর ২৮ ২০২২, ১৮:৪৯
ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান ॥ শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩২ তম তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল সোমবার শুরু হয়েছে।
বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম, কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও সংক্ষিপ্ত নসীহতের মাধ্যমে শুরু হয়। আগামী ১ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তা’লীম ও নসীহত প্রদান করবেন।
এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ বিষয়ভিত্তিক আলোচনা করবেন। আমাদের প্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করে জানান- মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিভিন্ন স্থান থেকে মেহমানবৃন্দ আসা শুরু করেছেন এবং অনেকে যাত্রাপথে আছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ও মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিলকে সুষ্ঠু ও সুন্দর করে তোলার জন্য নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।







































