জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা
জুলাই ১০ ২০২৫, ১৬:২৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী জিপিএ-৫ অর্জনে এবং পাসের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়ে আছে।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।
এবার মেয়েদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। এ বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বছর সব শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯ শতাংশ বেশী পাস করেছে এর মধ্যে মেয়েরা ছেলেদের তুলনায় ৮ হাজার ২০০ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। এবছর সব শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯ শতাংশ বেশি পাস করেছে এবং ৮২০০ জন বেশী ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। সেই হিসেবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা।







































