পাথরঘাটায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
জুলাই ০৭ ২০২৫, ১৭:০১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) ভোররাত তিনটার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। সাইফুল পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইউনুস মোল্লার ছেলে। এছাড়াও তার স্ত্রী সহ দুই সন্তান রয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলো সাইফুল। শুরুতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলে অবস্থা উন্নতি না হওয়ায় শনিবার (৫ জুলাই) তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলো। ইতোমধ্যেই তার মৃতদেহ বাড়িতে আনা হয়েছে। দুপুরের পর জানাজা হবে।








































