মির্জাগঞ্জে সাপের ছোবলে জামায়াত নেতার মৃত্যু

জুন ০২ ২০২৫, ১৫:৪৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের ছোবলে মজিদবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জামায়াতের আমিরের নাম মো. সুলতান আহমেদ (৫৮)। তিনি সুলতানাবাদ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে গরুর জন্য ঘাস আনতে যান সুলতান। এ সময় হঠাৎ তাঁকে বিষধর একটি সাপ ছোবল দেয়। পরে তাঁকে স্বজনেরা উদ্ধার করে পার্শ্ববর্তী বরগুনা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, ‘সুলতান আহমেদ আমার একজন রাজনৈতিক সহচর ছিলেন। রোববার সকালে গরুর জন্য ঘাস আনতে গিয়ে তাঁকে সাপে ছোবল দেয়। পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। সোমবার সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও