মধু সংগ্রহ করতে গিয়ে ভিমরুলের কামড়ে প্রান গেল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

মার্চ ১২ ২০২৫, ১৯:২৯

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠির কাঠাঁলিয়ায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে ভিমরুলের কামড়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠাঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মং চেনলা।

নিহত মাজেদ হাওলাদার (৪৫) ওই এলাকার মৃত মোকসেদ হাওলাদারের ছেলে।তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদ থেকে ৬ মাস আগে অবসর নিয়েছেন।

নিহতের ভাগ্নী রুপা আক্তার বলেন,বাড়ির পাশের একটি বাগানে গাছে উঠে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌচাকের পাশে থাকা ভিমরুলের বাসায় নাড়া পড়ে এসময় ভিমরুলের কামড়ে তিনি আহত হন।

পরে তাকে আহত অবস্থায় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।কাঠাঁলিয়া থানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ নাই।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও