বরগুনায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

মার্চ ০২ ২০২৫, ১৮:৫৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত নাইম (১১) কাঁঠালতলী কে ডি এস দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং বাদশা ফরাজির ছেলে। নাইমের বাবা জানান, তারাবির নামাজ শেষে বাসায় ফিরে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চায় সে।

তবে রাতে সেহরির জন্য দ্রুত ঘুমাতে বলা হয় এবং মোবাইল দেওয়া হয়নি। পরে ভোরে সেহরির সময় তাকে ডাকতে গিয়ে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ বরগুনায় পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও